ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

ডিইউজে সভাপতি সূর্য সম্পাদক সোহেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৩, ১ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:৩৫, ৪ মার্চ ২০১৮

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে আবু জাফর সূর্য সভাপতি এবং সোহেল হায়দার চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ডিইউজের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট। ভোটগ্রহণের শেষ সময় বিকাল ৫টা থাকলেও ভোটগ্রহণ শেষ না হওয়ায় এক ঘণ্টা সময় বাড়ানো হয়। ভোট গণণা শেষে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

আবু জাফর সূর্য-সাজ্জাদ আলম খান তপু প্যানেল থেকে ৭১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সূর্য। কুদ্দুস আফ্রাদ-সোহেল হায়দার চৌধুরী প্যানেল থেকে ৫৪৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সোহেল হায়দার চৌধুরী।

সহ-সভাপতি পদে ৭০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খন্দকার মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ৫৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আক্তার হোসেন, সাংগঠনিক পদে ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান উজ্জ্বল, কোষাধ্যক্ষ পদে ৯২৬ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উম্মুল ওয়ারা সুইটি, প্রচার সম্পাদক জিহাদুর রহমান জিহাদ ৭০৩ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি এম মাসুদ ঢালি ৬৭৩, জনকল্যাণ সম্পাদক ফারহানা মিলি ৫৬৯ ভোট , দফতর সম্পাদক আমির মোহাম্মদ জুয়েল ৬১৬ ভোট পেয়েছেন।

সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে- সলিম উল্লাহ সেলিম, গোলাম মোস্তফা ধ্রুব, মহিউদ্দিন পলাশ, শাহনাজ পারভিন, শাকিলা পারভিন, জাহিদা পারভেজ ছন্দা, ইবরাহিম খলিল খোকন, এ এম শাহজাহান মিয়া, অজিত কুমার হালদার।

এবারের নির্বাচনে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়া আরো ১৭টি পদ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৭৯ জন।

আর/টিকে

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি