ডিএনসিসি মেয়র পদ শূন্য ঘোষণা
প্রকাশিত : ১৪:১৩, ৪ ডিসেম্বর ২০১৭
স্থানীয় সরকার বিভাগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ শূন্য ঘোষণা করে আদেশ জারি করেছে । ডিএনসিসির মেয়র আনিসুল হক মারা যাওয়ায় আজ (সোমবার) এ আদেশ জারি করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম গণমাধ্যমকে জানান, আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের পদ শূন্য ঘোষণা করে আমরা আদেশ জারি করে বিজি প্রেসে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে এটি গেজেট আকারে প্রকাশিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুজনিত কারণে আসনটি শূন্য ঘোষণা করা হলে ৯০ দিনের মধ্যে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তিনি আরও বলেন-প্রজ্ঞাপন হাতে পেলে নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হবে।
/ এম / এআর
আরও পড়ুন