ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ডিএনসিসিতে বিএনপি অংশ নেবে কি-না সিদ্ধান্ত সন্ধ্যায়

প্রকাশিত : ১৩:৪৪, ২৪ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:৪৫, ২৪ জানুয়ারি ২০১৯

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি অংশ নেবে কি-না এ বিষয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার পরে সিদ্ধান্ত জানানো হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী গোরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, আমরা জেনেছি, আসছে ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির ভোটগ্রহণ হবে। আমরা ওই নির্বাচনে অংশ নেব কি-না, সেটা এখনও ঠিক হয়নি। তবে সন্ধ্যায় দলের জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসবে। পরে দলের সিদ্ধান্ত জানানো হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, উপদেষ্টা ডা. আবদুল কুদ্দুস, তাবিথ আউয়াল, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানসহ ছাত্রদল ও যুবদলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন, জাতীয় ঐক্যফ্রন্ট এ সরকারের অধীনে কোনও নির্বাচনেই অংশগ্রহণ করবে না।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি