ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ডিজিটাল পদ্ধতিতে সিলেটের আদালতে আজ থেকে বিচারিক কার্যক্রম শুরু হলো

প্রকাশিত : ২৩:২১, ২ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:২১, ২ মার্চ ২০১৬

c coartডিজিটাল পদ্ধতিতে সিলেটের আদালতে আজ থেকে বিচারিক কার্যক্রম শুরু হলো। সুপ্রিম কোর্টের সহায়তায় ইউএনডিপির একটি প্রকল্পের আওতায় এই কার্যক্রম শুরু হচ্ছে। দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আনুষ্ঠানিকভাবে সিলেটের ২০টি আদালতে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। মামলা চলার সময় আদালতে জেরা ও সাক্ষ্যগ্রহণ বিচারকরা নিজ হাতেই লিখতেন। আজ থেকে তা কম্পিউটারে কম্পোজের মাধ্যমে গ্রহণ করা হবে। নির্ভুলভাবে সাক্ষ্যগ্রহণ ও জেরা লিপিবদ্ধ হওয়ার পর আদালতের কর্মকর্তাদের স্বাক্ষরিত কপি সকল পক্ষকে সরবরাহ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উপস্থিত থাকবেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি