ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

‘ডিসেম্বরে নির্বাচন করতে প্রস্তুত ইসি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ডিসেম্বরে ভোটের জন্য কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম সরকার।

তিনি বলেছেন, ভোটার রেজিস্ট্রেশনে আশাব্যঞ্জক ছাড়া পাচ্ছি। জনগণ ভোট দিতে আগ্রহী বলেই প্রধান উপদেষ্টা কিছুটা সংস্কার হলে ডিসেম্বরে অথবা বড় সংস্কার হলে জুনে নির্বাচনের কথা বলেছেন। তবে ডিসেম্বরকে সামনে রেখেই প্রস্তুতি চলছে। ডিসেম্বরে নির্বাচন করতে আমরা প্রস্তুত আছি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে মুন্সিগঞ্জে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইসি আনোয়ার ইসলাম আরও বলেন, স্থানীয় নির্বাচন করতে গেলে এক বছর সময় প্রয়োজন। সেক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়। ডিসেম্বরে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী ২-৩ মাসের মধ্যে আরও উন্নতি হবে।

তিনি বলেন, সংসদ নির্বাচনের আসন পুনঃবিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন। সেটিরও কাজ চলছে।

মতবিনিময় সভায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের সভাপতিত্বে পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি