ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডুফা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২২ সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ২ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) আয়োজনে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২২ সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমন্যাসিয়াম ইনডোর গ্রাউন্ডে ব্যাডমিন্টন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

ডুফা প্রথমবারের মতো ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে। প্রথমবারের আয়োজনে বিপুল সংখ্যক ডুফা সদস্য এতে অংশ নিয়েছেন। ছেলে এবং মেয়েদের প্রতিযোগিতা মিলিয়ে মোট ৫০ জন প্রতিযোগী সারা দিনব্যাপী প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রতিযোগিতায় পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ান হয়েছেন ডুফা সদস্য কাঞ্চন ও রেজা জুটি। এতে রানার্সআপ হয়েছেন দীপ্ত ও খালেদ জুটি। নারী এককে চ্যাম্পিয়ান হয়েছেন ইয়াসমিন ইভা এবং রানার্সআপ হয়েছেন সুষ্মিতা দাস জুটি।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ডুফা সভাপতি বদরুল হক অনু, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিমন সারোয়ার, ক্রীড়াবিষয়ক সম্পাদক মীরাজ মিঠু ও ক্রীড়া কমিটির প্রধান সাইফুল ইসলাম শান্তু।

অনুষ্ঠানে মাল্টিব্র্যান্ড গ্রুপ এবং পারটেক্স গ্রুপের ড্যানিশ ব্র্যান্ড পৃষ্ঠপোষকতা করেছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি