ডুয়েটে ৯ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
প্রকাশিত : ২০:৩১, ১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৯:১৩, ২ ডিসেম্বর ২০১৭
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অনুষ্ঠিত হলো ৯ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৭। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বাংলাদেশ গণিত সমিতি ও এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডুয়েটের গণিত বিভাগের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকালে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার, জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৭ এর প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরী প্রমুখ। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা ও অংশগ্রহণকারীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার। এছাড়া বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ, গণিত অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরী, প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি প্রফেসর সাজেদা বানু, গণিত অলিম্পিয়াডের সদস্য সচিব অধ্যাপক ড. মো. মুনিরুল আলম সরকার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার। এরপর গণিত বিষয়ক আলোচনা, প্রশ্নাত্তর পর্ব, সার্টিফিকেট, ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করা হয়।
/ডিডি/টিকে
আরও পড়ুন