ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডেকে নিয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৪, ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরের বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামের এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মশিন্দা গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৪০) ও আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (৩২)।

শনিবার সকালে প্রতিবন্ধী তরুণীর বাবা বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন।

মামলার বাদি বলেন, গতকাল শুক্রবার রাতে মনির হোসেন ফোনে আমার মেয়েকে ডেকে নিয়ে পাশের আম বাগানে নিয়ে যায়। এ সময় মনির হোসেন আমার মেয়েকে শ্লীলতাহানি করে পালিয়ে যায়। পরে কামরুল ইসলাম এসে আমার মেয়েকে ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মনির ও কামরুলকে আটক করে পুলিশের সোপর্দ করে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

বড়াইগ্রাম থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান বলেন, দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি