ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডেগাসের ৭ লাখ ডলারের চিত্রকর্ম উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ফ্রান্সের বিখ্যাত চিত্রশিল্পী এডগার ডেগাসের চুরি হয়ে যাওয়া একটি চিত্রকর্ম উদ্ধার করেছে প্যারিসের পুলিশ। ওই চিত্রকর্মটির দাম ৭ লাখ ডলার বলে জানা গেছে। প্যারিসের নিকটবর্তী বাসে তল্লাশি চালিয়ে ওই চিত্রকর্মটি উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

জানা যায়, ফ্রান্সের একটি মিউজিয়াম থেকে ৯ বছর আগে ওই চিত্রকর্মটি চুরি হয়ে যায়। এরপর দীর্ঘদিন চেষ্টা চালিয়েও চিত্রকর্মটি উদ্ধার করা যাচ্ছিল না। শতবর্ষব্যাপী কোরাচ সিংগারস নামের ওই চিত্রকর্মটি ১৮৭৭ সালে আঁকেন এডগার ডেগাস। তবে সংরক্ষিত ওই চিত্রকর্মটি মার্সেলিসের একটি জাদুঘর থেকে গত ৯ বছর আগে চুরি হয়ে যায়।

প্যারিসের পুলিশ জানিয়েছে, প্যারিস থেকে ২০ মাইল দূরে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় একটি লাগেজ থেকে ওই চিত্রকর্মটি উদ্ধার করে পুলিশ। তবে কোন যাত্রী-ই ওই লাগেজের স্বত্ত্ব দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফ্রান্সের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া নিসেন বলেন, এই চিত্রকর্মটি উদ্ধার হওয়ায় আমরা উচ্ছ্বসিত। ওই চিত্রকর্মটি হারিয়ে যাওয়ায় আমাদের ঐতিহ্যের বড় ক্ষতি হয়ে গিয়েছিলো।

সূত্র: ইনডিপেনডেন্ট
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি