ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৪ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ১৮ জানুয়ারি ২০২৩

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে আরও ২ জনের। গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছে ৮ জন এবং ঢাকার বাইরে ৬ জন। 

বুধবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৮০ জন এবং ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৩৯ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৮ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৯ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ২২৯ জন।

অন্যদিকে, এসময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৬৮ জন এবং ঢাকার বাইরের ১৮৫ জন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি