ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ডেঙ্গু: আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ২৪২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ১১ অক্টোবর ২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪২৫ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকায় ৫৭৯ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৮৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট দুই হাজার ৩৬৭ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৫৬৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ৭৯৮ জন ছাড়পত্র পেয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট এক হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭০৩ জন এবং ঢাকার বাইরে ৪১৯ জন মারা গেছেন।

চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত মোট দুই লাখ ৩১ হাজার ২০৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯০ হাজার ৩৯ জন এবং ঢাকার বাইরে এক লাখ ৪১ হাজার ১৬৫ জন।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি