ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গু: আরও ১৩ মৃত্যু, হাপাতালে ১৬৩৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ৪ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তদের মধ্যে ঢাকা মহানগরীতে ৬ জন এবং বাকি ৭ জনের দেশের অন্যান্য এলাকায় মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এই আপডেটে বলা হয়, এই সময়ের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার হাসপাতালগুলোতে মোট এক হাজার ৬৩৮ জন। এর মধ্যে ঢাকা শহরের ৪৩০ জন এবং ঢাকার বাইরে এক হাজার ২০৮।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৬৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৮০১ জন। ঢাকায় ১ লাখ ৭১৭ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭৭ হাজার ৮৪ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬৯ হাজার ৭৭২ জন। ঢাকায় ৯৮ হাজার ৫৪ এবং ঢাকার বাইরে ১ লাখ ৭১ হাজার ৭১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে মোট প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৯৩ জন। এরমধ্যে ঢাকা শহরে ৮২৬ জন এবং ঢাকার বাইরের ৫৬৭ জন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি