ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ডেঙ্গু পরীক্ষার খরচ সর্বোচ্চ ৫০০ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ২৮ জুলাই ২০১৯

রাজধানীতে সব প্রাইভেট হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীর অনুপাতে ডাক্তার,নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধির নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া ডেঙ্গু পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে। ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় এসব পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (২৮ জুলাই) থেকে ডেঙ্গু পরীক্ষার খরচ কমানোর এই সিদ্ধান্ত কার্যকর হবে ও পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বহাল থাকবে। এদিন স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা’ সংক্রান্ত জরুরি সভায় এসব পদক্ষেপ নেয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্ট সমূহের মূল্য হবে:

ক) NS1- ৫০০/- (সর্বোচ্চ), পূর্বমূল্য ছিল ১২০০ – ২০০০/-
খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০/- (সর্বোচ্চ), পূর্বমূল্য ছিল ৮০০ – ১৬০০/-
গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০/- (সর্বোচ্চ), পূর্বমূল্য ছিল ১০০০/-

এছাড়া, সকল প্রাইভেট হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীদের জন্য ১ টি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু, সকল হাসপাতালে শয্যা-সংখ্যা বৃদ্ধি ও ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে ডাক্তার, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করার সিদ্ধান্তও হয় সভায়।

অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে চিকিৎসাকেন্দ্রগুলোর পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি