ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ডেঙ্গু: মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৪০৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ২১ অক্টোবর ২০২২

ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মশাবাহিত প্রাণঘাতী এই রোগটিতে মৃতের সংখ্যা ১১০ জনে অপরিবর্তি রয়েছে। তবে এই সময়ে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪০৯ জন।

এর মধ্যে ঢাকায় ৩০৪ জন এবং ঢাকার বাইরে ১০৫ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৭ জন।

শুক্রবার (২১ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ২০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ভেতরে ২ হাজার ১৮২ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২৫ জন। হাসপাতাল থেকে এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ২৫ হাজার ৭৯০ জন রোগী।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে চলতি মাসেই মৃত্যু হয়েছে ৪৬ জনের।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দিয়েছিলেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নেয়ার।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি