ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

ডেঙ্গুতে একদিনে আরও ৯ মৃত্যু, ভর্তি ১২১৪ রোগী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ২১ নভেম্বর ২০২৪

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ৪৩৬ জনের প্রাণ গেল এ রোগে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২১৪ জন রোগী। তাতে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৮ জনে।

এদের মধ্যে গত একদিনে যে নয়জনের মৃত্যু হয়েছে তাদের পাঁচজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন এবং রাজশাহী বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি