ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ১ সেপ্টেম্বর ২০২৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও এক হাজার ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৫৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৮৯ জন ও ঢাকার বাইরে ৯৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট এক হাজার ৫৬০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৮৭ জন ও ঢাকার বাইরে ৯৭৩ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঢাকায় ও তিনজন ঢাকার বাইরে মারা গেছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪৩৯ জন ও ঢাকার বাইরে ১৫৮ জন।

চলতি বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ২৫ হাজার ৩৪২ জন। এর মধ্যে ঢাকায় ৫৮ হাজার ৬১০ জন ও ঢাকার বাইরে ৬৬ হাজার ৬৭২ জন।

চলতি বছরের এ পর্যন্ত মোট এক লাখ ১৬ হাজার ৩৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৪ হাজার ৩৫৩ জন ও ঢাকার বাইরে ৬২ হাজার ৪৪ জন।

বর্তমানে সারাদেশে মোট আট হাজার ৩৪৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় তিন হাজার ৮১৮ জন ও ঢাকার বাইরে চার হাজার ৫৩০ জন।

এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৩ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ৭ শতাংশ। মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি