ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৫৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪০, ৩০ অক্টোবর ২০২৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৪ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। 

বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৫০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৭, ঢাকা বিভাগে ২৩৯, বরিশালে ৯৪, চট্টগ্রামে ১৩২, খুলনায় ১৪৫, রাজশাহীতে ৬৫, ময়মনসিংহে ৪৪, রংপুরে ৩৬ ও সিলেটে ২।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৫৭৪ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ২৯০ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন। 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি