ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডেমরায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত গৃহবধূর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ২৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর ডেমরায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত রত্না (১৭) নামের এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তিনি। গত সোমবার অগ্নিকাণ্ডে ওই পরিবারের সাতজনসহ আটজন দগ্ধ হয়েছিলেন।

ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, রত্নার শরীরের ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত সোমবার ভোর ৪টার দিকে ডেমরা ডগাইর আলামিন রোডের একটি দ্বি-তল বাড়ির নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল। এতে আটজন দগ্ধ হন। রত্না ছাড়াও অন্যরা দগ্ধরা হলেন-মো. আলমগীর (৪৫), ফেরদৌস আরা (৩৫), ইমন (১৫), শিপন (১২), তাফিন (২) তোফায়েল (২৪) ও পাশের কক্ষের আরিফ (৩৪)।

দুই মাস আগে পরিবারটি দ্বিতীয় তলার বাসায় ভাড়ায় উঠেছিল। গৃহকর্তা আলমগীর পেশায় একজন গাড়িচালক। গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি