ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ডেরা ইসমাইল খানে ভাইয়ের গুলিতে বোন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পাহাড়পুর থানার সীমানার মধ্যে ঢাক্কি এলাকায় দুই ভাই তাদের বোনকে হত্যা করেছে। এক পুলিশ কর্মকর্তা রবিবার এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ কর্মকর্তা বলেন, স্টেশন হাউস অফিসার সমর আব্বাস একটি প্রতিবেদন দায়ের করেছেন এই বলে যে, তিনি ২০ ফেব্রুয়ারি একটি ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন।

শরীফ কুমারের মেয়ে শাহিন বিবি নামে এক মহিলাকে তার ভাই শাকিল এবং আকিল পিস্তল দিয়ে গুলি করে হত্যা করেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পারিবারিক কলহের জেরে গত ১৮ ফেব্রুয়ারি শাহিন বিবির স্বামী জাভেদ বালুচের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। শাহিন বিবি তার বাবার বাড়িতে গেলে তার ভাই শাকিল ও আকিল অজ্ঞাত কারণে তাকে হত্যার পরিকল্পনা করে।

গত ২০ ফেব্রুয়ারি রাতে শাহীন বিবি তার বাবার ঘরে উপস্থিত থাকার সময় দুই ভাই ঘরে ঢুকে তাদের বোনকে গুলি করে হত্যা করে। নিজেদের অপরাধ ঢাকতে দুই ভাই ও তাদের বাবা সকালে শাহীন বিবির মৃত্যুকে স্বাভাবিক মনে করার ভান করে দাফন করেন। আরও তদন্তের পরে, পুলিশ আসল ঘটনা সম্পর্কে জানতে পারে। পাহাড়পুরের এসএইচও সমর আব্বাসের প্রতিবেদনের ভিত্তিতে শাকিল ও আকিলের বিরুদ্ধে হত্যার এফআইআর দায়ের করে এবং আরও তদন্ত শুরু করে।

এদিকে, ডেরা ইসমাইল খানের অতিরিক্ত দায়রা বিচারক রবিবার পানিয়ালা এলাকায় অজ্ঞাত সশস্ত্র আততায়ীর গুলিতে নিহত হয়েছেন বলে পুলিশের এক মুখপাত্র ডনকে জানিয়েছেন। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে অধিকতর তদন্ত শুরু করেছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি