ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ডেসকো এলাকায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং পয়েন্ট উদ্বোধন করলেন বিদ্যুৎ সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪২, ২৫ নভেম্বর ২০২৩

জলবায়ু পরিস্থিতি বিবেচনায় বিশ্বে বৈদ্যুতিক গাড়ি জনপ্রিয় হয়ে উঠায় বাংলাদেশেও এ ধরনের গাড়ির ব্যবহার শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশে তৃতীয়বারের মতো বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকো এলাকায় চালু হলো বৈদ্যুতিক গাড়ির চার্জিং পয়েন্ট।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের মানিকদী এলাকার ৫ নং মাটিকাটা রোডে 'সুমাত্রা ফিলিং স্টেশন'-এ ইলেক্ট্রিক ভেহিক্যালের (ইভি) প্রথমবারের মতো ডেসকো এলাকায় চার্জিং পয়েন্ট উদ্বোধন করেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।

এ উপলক্ষে সুমাত্রা ফিলিং স্টেশন চত্বরে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে পৃথিবীকে টিকিয়ে রাখতে হলে গ্রীণ এনার্জির বিকল্প নেই। সে লক্ষ্যেই ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) বিদ্যুৎ চালিত যানবাহনের জন্য চার্জিং পয়েন্ট চালু করার সিদ্ধান্ত নেয়। এতে মানুষের মাঝে যেমন সচেতনতা বৃদ্ধি পাবে, তেমনি বিদ্যুৎচালিত যানবাহনের দিকেও মানুষের ঝোঁক বাড়বে।

চার্জিং স্টেশন প্রসঙ্গে সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান বলেন, চার্জিং স্টেশন প্রাইভেট সেক্টর স্থাপন করবে। এটি সরকারের কাজ নয়। তবে এটি যেহেতু দেশে নতুন একটি পদ্ধতি তাই প্রাইভেট সেক্টরগুলোকে উদ্বুদ্ধ করতে আমরা এই নিয়ে দেশে তৃতীয়বারের মতো ইলেক্ট্রিক ভেহিক্যালস চার্জিং স্টেশন স্থাপন করছি।

ইতোমধ্যেই রাজশাহী ও রাজধানীর তেজগাঁওতে দুটি চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে জানিয়ে বিদ্যুৎ সচিব বলেন, বিদ্যুৎ বিভাগের আওতাধীন ৬টি বিতরণ কোম্পানিকে সঙ্গে নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করতে ৬টি ইলেক্ট্রিক ভেহিক্যাল চার্জিং স্টেশন স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমান বিশ্বে ৫০ লক্ষ বিদ্যুৎচালিত গাড়ি চলছে মন্তব্য করে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে তেল-গ্যাসের গাড়ি কমিয়ে বিদ্যুৎচালিত গাড়ি বাড়ানো হবে। এর মধ্যে ৪০ লাখ গাড়ি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার ৩০ ভাগ গাড়ি হবে বিদ্যুৎচালিত। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে দেশের ৪০ ভাগ বিদ্যুৎ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। নির্মূল হবে জীবাশ্ম জ্বালানি। যার ফলে বিদ্যুৎচালিত পরিবেশবান্ধব যানবাহন নিশ্চিত হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কাওসার আমীর আলী বলেন, বাংলাদেশে বিদ্যুৎচালিত গাড়ির ব্যবহার শুরু হয়েছে। আগামী দিনে পৃথিবীকে টিকিয়ে রাখতে হলে গ্রিন এনার্জির বিকল্প নেই। সে লক্ষ্যে ডেসকো বিদ্যুৎচালিত যানবাহনের জন্য চার্জিং পয়েন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে।

সভাপতির ববক্তব্যে ডেসকো বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো: নিজাম উদ্দিন বলেন, পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী হওয়ায় উন্নত বিশ্বের দেশগলোতে এরমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বৈদ্যুতিক গাড়ি। তবে বাংলাদেশের রাস্তায় তেমন চোখে পড়ে না এসব গাড়ি। এর অনেকগুলো কারণ থাকলেও অন্যতম কারণ ইভির প্রয়োজনীয় চার্জিং স্টেশনের অভাব। এই সমস্যা সমাধানে ডেসকোর সহযোগীতায় দেশে তৃতীয়বারের মতো চার্জিং স্টেশনের সুবিধা নিয়ে এসেছে ‘সুমাত্রা ফিলিং স্টেশন' নামের প্রতিষ্ঠান। তাদেরসহ সকলকে বিশেষ ধন্যবাদও জানান ডেসকো বোর্ডের চেয়ারম্যান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুনীর সুলতানা এবং সুমাত্রা ফিলিং স্টেশনের এমডি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, ডেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব জহিরুল ইসলাম, নির্বাহী পরিচালক (ক্রয়) এ কে এম মহিউদ্দিন, নির্বাহী পরিচালক (অপারেশন) জাকির হোসেন এবং ডিপিডিসির এমডি মনি বিকাশ চাকমা প্রমুখ।

অনেক দাম দিয়ে কিনলেও শখের এসব ইভি চার্জ দেয়ার ক্ষেত্রে বিপত্তির সম্মুখীন হন ব্যবহারকারীরা। বাণিজ্যিক চার্জিং স্টেশন না থাকায় ব্যক্তিগতভাবে গাড়ির ব্যাটারিকে চার্জ দিতে হয় ব্যবহারকারীদের। এতে সময় লাগে অনেক বেশি। ফলে ঢাকা থেকে দূরের জেলাগুলোতে ইভি নিয়ে যেতে বিপত্তির মুখে পড়েন ব্যবহারকারীরা। পর্যাপ্ত চার্জিং স্টেশন থাকলে দেশে ইভি ব্যবহারে আরও উৎসাহিত হবেন বলে মনে করছেন শীর্ষস্থানীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকো কর্তৃপক্ষ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি