ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ডেস্কটপ অ্যাপে গ্লোবাল অডিও প্লেয়ার আনছে হোয়াটসঅ্যাপ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২২

গ্রাহকের মন জয় করতে ও প্রতিযোগীদের ক্রমাগত চাপে ফেলতে বিগত কয়েক বছর ধরে নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। মোবাইল অ্যাপ ছাড়াও মেসেজিং প্ল্যাটফর্মের ওয়েব ভার্সন ও ডেক্সটপ অ্যাপে নতুন ফিচার যুক্ত করেছে মার্কিন মেসেজিং কোম্পানিটি। এবার ডেক্সটপ ভার্সনেও যুক্ত হল গ্লোবাল অডিও প্লেয়ার।

এর ফলে যে চ্যাটে ভয়েস নোট প্লে করা হয়েছে সেই চ্যাট থেকে বেরিয়ে অন্য চ্যাট ওপেন করলেও ভয়েস নোট চলতে থাকবে।

আগে ভিডিওর সঙ্গে যেমন পিকচার-ইন-পিকচার মোড যুক্ত হয়েছিল ঠিক একই ভাবে কাজ করবে নতুন এই ফিচার। সেই ফিচারে যে কোন ভিডিও প্লে করলে তা একটি পৃথক ছোট উইন্ডোতে প্লে হতে শুরু করে। অন্য কোন চ্যাট ওপেন করলেও ছোট উইন্ডোতে ভিডিও প্লে হতে থাকে। তবে গ্লোবাল অডিও প্লেয়ারের ক্ষেত্রে ব্রাউজারের নীচে একটি বারে ভয়েস নোট প্লে হবে।

নতুন ফিচারে ডিসপ্লের নীচে বিশেষ প্লেয়ারে কোন ভয়েস নোট প্লে করার পর সেই চ্যাট থেকে বেরিয়ে অন্য চ্যাট ওপেন করলেও ভয়েস নোট চলতে থাকবে। 

ডেক্সটপ অ্যাপের বিটা ভার্সনে ইতোমধ্যেই এই ফিচার পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে নির্বাচিত কিছু গ্রাহককে এই ফিচার পাঠিয়েছে মার্ক জাকারবার্গের কোম্পানিটি।

ইতোমধ্যেই হোয়াটসঅ্যাপ এর iOS বিটা ভার্সনে এই ফিচার পৌঁছে গিয়েছে। এরইমধ্যে WABetaInfo ওয়েবসাইটে এই ফিচারের স্ক্রিনশট সহ রিপোর্ট প্রকাশিত হয়েছে।

এর আগে ডেক্সটপ গ্রাহকদের জন্য ভয়েস নোটে পজ/প্লে ফিচার নিয়ে হাজির হয়েছিল হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচার ছাড়াও আরও অনেক কাজ চলছে এই মেসেজিং অ্যাপে। এছাড়াও Android গ্রাহকদের জন্য নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।

সূত্র: এই সময়
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি