ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডোনাল্ড ট্রাম্পকে শেখ হাসিনার অভিনন্দন বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ৬ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৯:৩৯, ৬ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার (৬ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিভাইড ফেসবুকপেইজে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব কুমার বড়ুয়ার স্বাক্ষর করা এই অভিনন্দন বার্তা পোস্ট করা হয়। 

পোস্টে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে ট্রাম্পকে জয়ী হওয়ার জন্য উষ্ণ অভিবাদন জানান। 

অভিনন্দন বার্তায় তিনি বলেন, ট্রাম্পের দুর্দান্ত  জয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলী এবং আমেরিকান জনগণের দ্বারা তার উপর দেওয়া অসীম আস্থার একটি প্রমাণ।

প্রধানমন্ত্রী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নানা আলাপচারিতা ও আলাপচারিতা স্মরণ করে শেখ হাসিনা বলেন, প্রথম মেয়াদে রাষ্ট্রপতি থাকাকালীণ ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার বন্ধুর্ত্বপূণ সম্পর্ক ছিল। 

তিনি আশা করেন তার দ্বিতীয় প্রেসিডেন্সিতে বাংলাদেশ ও আমেরিকার বন্ধুত্বপূর্ণ দেশগুলো দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি উভয় দেশের দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক স্বার্থকে উন্নত করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করেছেন।

তিনি নির্বাচিত প্রেসিডেন্ট এবং তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন, এবং সুখ, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ মানুষদের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি