ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ড্র করে ফ্রান্স-ডেনমার্কের লক্ষ্য পূরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ২৬ জুন ২০১৮ | আপডেট: ২৩:৫২, ২৬ জুন ২০১৮

আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছিল ফ্রান্স। ফলে এটি ছিল ফরাসিদের গ্রুপসেরা হওয়ার লড়াই। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন তারা। অপরদিকে দ্বিতীয় পর্ব নিশ্চিত ছিল না ডেনমার্কের। পরের পর্বে যেতে এ ম্যাচে ন্যূনতম ড্র করতে হতো ডেনিশদের। লক্ষ্য পূরণ হলো উভয়েরই।

ডেনমার্ক-ফ্রান্সের লড়াই গোলশূন্য ড্রতে শেষ হয়েছে। এতে কোনো হিসাব-নিকাশ ছাড়াই গ্রুপসেরা হয়েছে ফ্রান্স। আর পরের রাউন্ডে উঠে গেছে ডেনমার্ক।

তেমন গুরুত্ববহ না হওয়ায় এ ম্যাচে একাদশে বেশ ক’টি পরিবর্তন আনেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। বসিয়েছেন পগবা, লরিস, উমতিতি, এমবাপ্পেকে। হতাশার বিষয়, তাদের পরিবর্তে যারা সুযোগ পেয়েছেন, তারাও নামের প্রতি সুবিচার করতে পারেননি।

কচ্ছপের গতিতে এগিয়ে চলেছে ডেনমার্ক-ফ্রান্স লড়াই। ২৫ মিনিট পর্যন্ত গোলমুখে কেউ শটই নিতে পারেননি। ২৯ মিনিটে প্রথম সুযোগ পায় ডেনমার্ক। তবে তা হেলায় নষ্ট করেন ডেলানেয়। ৩৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নেন ডেম্বেলে। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে দু’দলের আক্রমণ বলতে ছিল এই।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি