ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ড্রিমল্যান্ড চায়না-বাংলাদেশ চিত্রাঙ্কন প্রতিযোগিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ৯ অক্টোবর ২০২৩ | আপডেট: ২২:১২, ৯ অক্টোবর ২০২৩

বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ সেন্টারের(বিসিএফসি) আয়োজনে ‘ড্রিমল্যান্ড চায়না’ শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ২২তম আসর রবিবার বাংলাদেশ শিল্পকলা  একাডেমির চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের  কাউন্সিলর ( সংস্কৃতি ও শিক্ষা) ইউয়ে লি উয়েন। বিসিএফসির সভাপতি এএসএম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে  স্বাগত  বক্তব্য রাখেন  সংগঠনের  সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা। বিসিএফসি শিশু বিষয়ক সম্পাদক  নাহিদ ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিসিএফসির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান।

প্রতিযোগিতা আয়োজনে সহযোগী হিসেবে আছে ঢাকাস্থ চীনা দূতাবাস, চায়না মিডিয়া গ্রুপ (বাংলাদেশ ব্যুরো) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত   প্রতিযোগিতায় চারটি গ্রুপে প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগি অংশ নেয়।

বিজয়ীদের মাঝে ল্যাপটপ, স্মার্ট ওয়াচ সহ আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও অংশগ্রহনকারী  শিশুদের জন্য রয়েছে  সান্ত¡না পুরস্কার।
আগামী ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি