ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ঢাকা অনেকটাই ফাঁকা, আজও ঘরমুখী মানুষ

আদিত্য মামুন

প্রকাশিত : ১৬:০৫, ১৮ জুন ২০২৪

চিরচেনা রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা, জনমানবহীন। নেই যাহবাহনের তীব্র হর্ণ-আওয়াজ। তবে কিছু কর্মজীবী আছেন পথে। এদিকে, ঈদ উদযাপনে নাড়ীর টানে আজও ঢাকা ছাড়ছেন অনেকেই।

ঈদের দ্বিতীয় দিনে আরও অচেনা শহর যেন ঢাকা। যানজট আর কোলাহলমুক্ত শান্ত নগরী। প্রকৃতিও পেয়েছে স্বস্তি। বাতাসেও নেই সীসার দাপট।

যাত্রী কম থাকায় গণপরিবহনও কম। তবে গতি হাঁকিয়ে ছুটছে ব্যক্তিগত বাহনগুলো।

জীবীকার সন্ধানে পথে আছেন কেউ কেউ। 

রাজধানীর গাড়ী চালকরা জানান, যাত্রীর সংখ্যা কম, সবাই তো দেশ-বাড়িতে গেছে।

প্রায় প্রতিটি সিগন্যালে মোতায়েন আছে সড়ক শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছে ট্রাফিক পুলিশ। 

ট্রাফিক পুলিশ সার্জেন্ট কাঞ্চন কুমার সাহা বলেন, “গাড়িঘোড়া একদমই কম তাই প্রেসারও কম। যে কারণে ঈদের দ্বিতীয় দিন সকালে আমরা বেশ রিলাক্সেই আছি বলা যায়।”

এদিকে আজও ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। ভীড় আছে বাস টার্মিনাল আর রেলওয়ে স্টেশনে। 

যাত্রীরা জানান, ভেবেছিলাম হয়তো ঈদের পরের দিন ভীড়বাট্টা একটু কম হবে। কিন্তু সেটা তো হলো না। সিট পাওয়া যায়নি তাই স্ট্যান্ডিং টিকিট নিয়েছি।

স্বস্তি-স্বচ্ছন্দ্যের ঈদ যাত্রায় টিকেটিংসহ সার্বিক সুবিধা দেখভালে ব্যস্ত সংশ্লিষ্টরা।

কমলাপুর রেলওয়ে স্টেশন অ্যাসিসট্যান্ট কমার্শিয়াল অফিসার  আমিনুল হক বলেন, “২৪ জোড়া আন্তনগর ট্রেন এবং ১৭ জোড়া মেইল কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে। এর মধ্যে একটি স্পেশাল ট্রেন ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলাচল করবে।”

ছুটি শেষে আবারও কর্মব্যস্ততায়-কোলাহলে নিজস্ব চেহারায় ফিরবে রাজধানী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি