ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক
প্রকাশিত : ১০:০৩, ৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১০:০৭, ৪ ডিসেম্বর ২০১৮
ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রায় ছয় ঘণ্টা পর ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হলো। মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রোববার রাত পৌনে ৮টা থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। এরপর সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দে লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়।
জামতৈল রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মো. মারফিন হাসান জানান, বঙ্গবন্ধু সেতু রেলস্টেশন থেকে ছেড়ে আসা বিইআই-২ ডাউন নামে একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী যাচ্ছিল। ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়। রাত ১২টার দিকে রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। পরে লাইনচ্যুত বগিটি উদ্ধার শেষে রাত সোয়া ২টার দিকে ফের ট্রেনটি ছেড়ে যায়।
এসএ/
আরও পড়ুন