ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপ কম, স্বস্তিতে ঘরমুখো মানুষ
প্রকাশিত : ১২:৪৪, ১৬ জুন ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কম, স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন দক্ষিণ-পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ। তবে, বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে তাদের।
এ মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ কমে আসায় যানবাহনের সংখ্যাও গেল কয়েদিন থেকে আজ রোববার কম রয়েছে।
গেল রাতে যানবাহনের চাপ থাকলেও রোববার ভোর থেকে যানবাহনের সংখ্যা কমে আসছে। মহাসড়কের কুমিল্লার এ অংশ দিয়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলার লাখ লাখ যাত্রী যাতায়াত করে থাকে।
এদিকে, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ পয়েন্টে হাইওয়ে পুলিশের টহল দল কাজ করে যাচ্ছে।
এএইচ
আরও পড়ুন