ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
প্রকাশিত : ১৩:১২, ৩০ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:০৪, ৪ সেপ্টেম্বর ২০১৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকা থেকে গজারিয়ার মেঘনা সেতু এলাকা পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে আজ বুধবার ভোর চারটা থেকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কুমিল্লার হোমনা থেকে ঢাকাগামী বাস যাত্রী সাইফুল ইসলাম বলেন, সকাল ছয়টায় কুমিল্লার গৌরীপুর থেকে ঢাকার দিয়ে রওনা হয়ে এখনও গজারিয়ার ভাতেরচরে আটকে আছি। অবশ্য ঢাকা থেকে কুমিল্লার পথে খুব বেশি যানজট নেই।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এসআই সাইফুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে জানান, চার লেনের গাড়িগুলো মেঘনা সেতুতে দুই লেনে চলাচল করায় এ যানজটের সৃষ্টি। তবে যান চলাচল স্বাভাবিক করতে সর্বাত্নক চেষ্টা চলছে বলেও জানান তিনি।
//আর//এআর
আরও পড়ুন