ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

ঢাকায় শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়ায় ঢাকার সঙ্গে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে যানবাহনের ধীর গতি লেগে আছে।

বুধবার সকাল থেকে ঢাকা থেকে বগুড়া হয়ে কোনো বাস চলাচল করতে দেখা না গেলেও বগুড়ার ভেতরে লোকাল বাস চলাচল করছে।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল বলেন, মঙ্গলবার রাতের সভায় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় শাহ্ ফতেহ আলী পরিবহনের কাউন্টার খুলে দিয়ে সমস্যার সমাধান না করা পর্যন্ত ঢাকা-বগুড়া রুটে সরাসরি কোচ চলতে দেওয়া হবে না।

শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপক আমিনুল ইসলাম মণ্ডল জানান, মঙ্গলবার রাজধানীর মহাখালী ও গাবতলীতে তাদের দুটি কাউন্টার বন্ধ করে ঢাকা মোটর শ্রমিক ও মালিক সমিতি। এ কারণে এ কর্মসূচি দেওয়া হয়েছে। অবশ্য কি কারণে ‘ঢাকা মোটর শ্রমিক ও মালিক সমিতির কাউন্টার বন্ধ’ করে দিয়েছে তা জানান নি তিনি।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়। আজ বুধবারও এর ব্যতিক্রম হয়নি। বুধবার সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত ২৪ কিলোমিটার এলাকায় মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে চালক ও যাত্রীরা পোহাচ্ছেন দুর্ভোগ।

জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চৌরাস্তা মোড়ে দুই লেনের সংস্কারকাজ চলার কারণে কয়েক দিন ধরেই মহাসড়কে এ যানজট।

হিমালয় পরিবহনের বাসের চালক আবদুর রউফ জানান, ঢাকা থেকে রামগঞ্জ যেতে যেখানে পাঁচ ঘণ্টা সময় লাগে, সেখানে মঙ্গলবার ১১ ঘণ্টা সময় লেগেছে। আজও একই অবস্থায় যানজটে আছি।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি