ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ঢাকা-চট্টগ্রাম রুটে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ১৪ মে ২০১৮ | আপডেট: ০৯:৩৪, ১৪ মে ২০১৮

ফেনীর ফতেহপুর এলাকায় নির্মিত হতে যাওয়া ওভারপাসের একাংশ আগামীকাল মঙ্গলবার খুলে দেওয়ার আশ্বাসে ঢাকা-চট্টগ্রাম রুটে ডাকা বাস ধর্মঘট স্থগিত করেছেন পরিবহন মালিকরা। আন্তঃজেলা বাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সকালে ওই ওভারপাস নির্মাণ কাজের কারণে সৃষ্ট যানজট নিরসনের দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।

কফিল উদ্দিন বলেন, নৌমন্ত্রী শাহজাহান খান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের আশ্বাসে আমরা পরিবহন ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। মন্ত্রী শাহজাহান খান ও আমাদের মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ আমাদের জানিয়েছেন, আগামী মঙ্গলবার বিকালে নির্মাণাধীন ওই ওভারপাসের একাংশ খুলে দিবেন। তাদের আশ্বাসেই আমরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, নির্মাণাধীন ওই ওভারপাসের কারণে সৃষ্ট যানজট নিরসনের দাবিতে আমরা ধর্মঘটের ডাক দিয়েছিলাম। ওভারপাসের একাংশ খুলে দিলে সেই যানজট কিছুটা কমবে। এ কারণে আমরা ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।

এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি