ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা ছেড়েছেন নোবেল জয়ী তিন নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

শান্তিতে নোবেল বিজয়ী ইয়েমেনের তাওয়াক্কল কারমান, উত্তর আয়ারল্যান্ডের মেইরিড ম্যাগুয়ার ও ইরানের শিরিন এবাদি সাত দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। শুক্রবার রাতে এ তিন নোবেল বিজয়ী বাংলাদেশ ত্যাগ করেন। রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে সংহত করতে তারা বাংলাদেশ সফরে এসেছিলেন।

সফরে তারা রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং নির্যাতিত নারীদের সাথে কথা বলেন। মিয়ানমারে রাখাইন রাজ্য থেকে পালিয়া আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে এ তিন নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন। এ সময় তারা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।

 

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি