ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ৬ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৫:৫০, ৬ ডিসেম্বর ২০২১

টানা বৃষ্টির কারনে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টির কারনে সোমবার মাঠে নামারই সুযোগ পাননি বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা।

সারারাত ও দিনের শুরু থেকে টানা বৃষ্টি হওয়ায়, সোমবার দুপুর ২টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ঢাকা টেস্টের ম্যাচ পরিচালনাকারীরা। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান।

৫৭ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৬১ রান তুলে প্রথম দিন শেষ করেছিলো পাকিস্তান। আলো স্বল্পতার কারনে টেস্টের প্রথম দিন ৩৩ ওভার খেলা হয়নি। 

আলো স্বল্পতা ও বৃষ্টির কারনে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন ভেস্তে যায়। তবে দ্বিতীয় সেশনে খেলা শুরু হয়। ৬ দশমিক ২ ওভার খেলার হবার পর আবারও বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরবর্তীতে বৃষ্টি না কমলে, দিনের খেলার ইতি টানেন আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। এতে ৬৩ দশমিক ২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিলো পাকিস্তান। আজহার আলি ৫২ ও অধিনায়ক বাবর আজম ৭১ রানে অপরাজিত ছিলেন। 

প্রথম দিন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ৩৯ ও আব্দুল্লাহ শফিক ২৫ রানে আউট হন। পাকিস্তানের পতন হওয়া দু’টি উইকেটই নেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটে জিতেছিলো পাকিস্তান।

টস : পাকিস্তান
পাকিস্তান প্রথম ইনিংস :
আবিদ বোল্ড তাইজুল ৩৯
শফিক বোল্ড তাইজুল ২৫
আজহার অপরাজিত ৫২
বাবর অপরাজিত ৭১
অতিরিক্ত (লে বা-১) ১
মোট (২ উইকেট, ৬৩.২ ওভার) ১৮৮
উইকেট পতন : ১/৫৯ (শফিক), ২/৭০ (আবিদ)। 
বাংলাদেশ বোলিং :
এবাদত : ১২-১-৪৮-০,
খালেদ : ৭.২-১-২৬-০,
সাকিব : ১৫-৬-৩৩-০,
তাইজুল : ১৭-৫-৪৯-২,
মিরাজ : ১২-২-৩১-০।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি