ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্লেয়ারস ড্রাফট চলছে

প্রকাশিত : ১৮:৪৭, ১০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৪৭, ১০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্লেয়ারস ড্রাফট চলছে। রাজধানীর এক হোটেলে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও প্লেয়ারস ড্রাফট কমিশনার মাহবুব আনাম। লটারির মাধ্যমে পর্যায়ক্রমে বিভিন্ন গ্রেড থেকে পছন্দ অনুযায়ী ক্রিকেটারদের বেছে নিচ্ছে ক্লাবগুলো। ১২টি ক্লাবের জন্য তালিকায় রাখা হয়েছে ২০৭ ক্রিকেটারকে। এদের মধ্যে প্রতিটি ক্লাবকে বাধ্যতামূলক ১০জন করে ক্রিকেটারকে দলে নিতে হবে। ২২ এপ্রিল থেকে মাঠে গড়াবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি