ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ১৭ এপ্রিল ২০১৭

সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা

ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গিয়ে প্রাণ গেছে ৩ জনের। আহত হয়েছে কমপক্ষে ১৫জন।
গত রোববার রাত ১টার দিকে মহাসড়কের সীমাবাড়ী বগুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে উদ্ধার তৎপরতা চালায়। পরে আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের কারো পরিচয় জানা যায়নি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি