ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঞ্চায়ন হলো নাটক দ্য ডায়ালগ অব দ্য ডগস

প্রকাশিত : ২৩:৪২, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:৪২, ১৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

culঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে মঞ্চায়ন হলো নাটক দ্য ডায়ালগ অব দ্য ডগস। মিলনায়তন পূর্ণ দর্শক সমাগমে নাটকটি মঞ্চায়ন করে কলাম্বিয়া বিশ্ববিদ্যায় থেকে আগত নাট্যশিল্পীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বন্য জীবনের সঙ্গে মানব জীবনের সখ্যতা নিয়ে নানা চিত্র ওঠে আসে নাটকটিতে। বিখ্যাত স্প্যানিশ লেখক ও ঔপন্যাসিক মিগুয়েল ডি সারভান্তোসকে উৎসর্গ করা হয়েছে নাটকটি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি