ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা
প্রকাশিত : ১৮:০৯, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৯, ২৩ সেপ্টেম্বর ২০১৬
শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। প্রথম দিনে স্নাতক সম্মান শ্রেণীর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ হাজার ২৪১টি আসনের বিপরীতে এই ভর্তি যুদ্ধে অংশ নেয় ৩৪ হাজার ৬১৬ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় একঘন্টা পর বেলা ১১টায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরে সন্তুষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় অনিনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বছর পাঁচটি ইউনিতে মোট ২ লাখ ৮০ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে। শনিবার অনুষ্ঠিত হবে চ ইউনিটের ভর্তি পরীক্ষা।
আরও পড়ুন