ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব শুরু

প্রকাশিত : ১৫:৪৯, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৪৯, ১ ফেব্রুয়ারি ২০১৬

শুরু হলো দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী চত্বরে ”কবিতা মৈত্রীর কবিতা শান্তির” শ্লোগান নিয়ে উৎসবের উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। অন্যান্য বছরের মতো এবারও অংশ নিচ্ছেন ভারত, নেপাল, সুইডেন-সহ বিশ্বের ৮ টি দেশের কবি। শৃংখল মুক্তির শপথ নিয়ে ১৯৮৭ সালে যাত্রা শুরু করে জাতীয় কবিতা উৎসব। অধিকার আদায়ের সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং আগামীর স্বপ্ন নিয়ে এ উৎসব পেরিয়েছে ৩ দশক। মধ্যযুগীয় বর্বরতা, ভ্রষ্ট সাম্প্রদায়িকতা আর হানাহানির বিপরীতে অবস্থান কবিতার। উৎসবের উদ্বোধনী অধিবেশনে পৃথিবী বাসযোগ্য করার শপথ নেন কবিরা। কবিতায় বিশ্ব সম্প্রীতির কথা বলেন, বিদেশী কবিরা। যে কলমের টানে স্বৈরাচার আজন্ম গুটিয়ে নেয় দখল, সে কলম সাহসের, সে কলম কবির। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আহবান, প্রতিটি কবিতা হোক বিশ্ব মৈত্রীর, বিশ্ব শান্তির। দুই দিনের কবিতা উৎসবে থাকবে কবিকন্ঠে স্বরচিত কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি