ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের
প্রকাশিত : ১২:৪০, ৯ নভেম্বর ২০২৪
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালেকেরবাড়ি এলাকায় টিএনজেড কারখানার শ্রমিকেরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে করে দুর্ভোগে পড়েছে ওই মহাসড়ক ব্যবহারকারীরা।
শনিবার সকাল ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এই অবরোধ শুরু করেন শ্রমিকরা।
শ্রমিকরা জানায়, গত চার মাসের বেতন বকেয়া, কিছুদিন ধরে মালিকপক্ষ বেতন দেয়-দিচ্ছি বলে দিচ্ছে না। সকালে কারখানায় এসে বকেয়া বেতন না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে তারা।
অবিলম্বে তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি শ্রমিকদের।
বাসন থানার তদন্ত কর্মকর্তা নন্দলাল চৌধুরী জানান, টিএনজেড গ্রুপে কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে এই মহাসড়ক অবরোধ করে রেখেছে।
এএইচ
আরও পড়ুন