ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ঢাকা সাংবাদিক ইউনিয়নে ভোট চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ১১ মার্চ ২০২৪

ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

সোমবার সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই ভোটগ্রহণ শুরু হয়। 

নির্বাচনে সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ ১৯টি পদে মোট ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২ হাজার ৮৩২ জন ভোটার ভোট দেবেন। 

এবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ফরিদ হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালের প্রথম জানাজা সকাল ১০টা ৪৫ থেকে ১১টা ১৫ মিনিট জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। এ জন্য ৩০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকবে। 

৫টার পর এই সময় বাড়ানো হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি