ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৯, ৩ অক্টোবর ২০২৪

সিএনজি পাম্প থেকে যানবাহনগুলোতে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ চালু এবং অবৈধভাবে সিলিন্ডারে করে কন্টেইনারে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে চালক ও মালিকরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপে অবস্থান নেয় চালক ও মালিকরা। এসময় মহাসড়কের দুই পাশের অন্তত ২০ কিলোমিটার অঞ্চলে আটকা পড়ে বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন।

চালক ও মালিকরা জানায় দেশের ক্ষনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোন সময়সীমা থাকা যৌক্তিক নয়। পাশাপাশি নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্টেকার, পরিবহনসহ বিভিন্ন গাড়ীতে গ্যাস সরবরাহ না করে কন্টেইনারের মাধ্যমে কল-কারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করে আসছে। যা সম্পূর্ণ অযৌক্তিক এবং আইন বিরোধী। অচিরেই এই সমস্যা সামাধানে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে চালক ও মালিকরা।

এসবি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি