ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ঢাকা স্কুল অব ইকনোমিকস-এ সেমিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর উদ্যোক্তা অর্থনীতি ক্লাবের উদ্যোগে ‘‘বাস্তবতা ভিত্তিক দক্ষ উদ্যোক্তা প্রস্তুতকরণ: হোসেইন খালিদ” শীর্ষক একটি সেমিনার শনিবার বাংলাদেশ অর্থনীতি সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর গভনিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন যে, বর্তমানের উদ্যোক্তারা অনেক বেশী মাত্রায় প্রযুক্তি নির্ভর এবং গতিময়তার সঙ্গে কাজ করে চলেছেন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এবং বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রস্তুত করার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি ব্রান্ডিং (ইৎধহফরহম) এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও ঝুঁকি ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেন।
প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী অভিমত ব্যক্ত করেন যে, কর্মসহায়ক পরিবেশ তখনই গড়ে উঠবে যখন কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাপনা উদ্যোক্তা অর্থনীতির মধ্যে সংযুক্ত হয়। এর ফলে দেশ এগিয়ে যাচ্ছে।
প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার মনোভাব পোষণ করেন এবং ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এবং ভবিষ্যতে কিভাবে ডিসিসি আই-এর সদস্য হওয়া যায় সে সম্পর্কে আলোচনা করে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি