ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঢাকা স্কুল অব ইকনোমিকসের অধ্যাপকের নিবন্ধ পেলো শ্রেষ্ঠ পুরস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ২৬ নভেম্বর ২০১৭

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ওয়ার্ল্ড বিজনেস ইনস্টিটিউটের দুই দিনব্যাপী কনফারেন্সে ঢাকা স্কুল অব ইকনোমিকসের অধ্যাপকের নিবন্ধ পেলো শেষ্ঠ পুরস্কার। উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনীতি প্রবন্ধের জন্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন। অধ্যাপক আলী উচ্চ শিক্ষার মান উন্নয়নে যে চাবিকাঠিগুলো রয়েছে তা বিবেচনায় এনে বাংলাদেশে উদ্যোক্তা অর্থনীতি শিক্ষা কার্যক্রমের ওপর তার গবেষণা পদ্ধতি তুলে ধরেন। 

তিনি সেন্ট্রাল কুইনসনেন্স বিশ্ববিদ্যালয় রক হেমপটান এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় মেলবোর্পে অনুষ্ঠানে অংশ নেন। অধ্যাপক আলী মালেয়শিয়াস্থ ইন-হাউজ মাল্টিমিডিয়া কলেজ শিক্ষকদের উদ্দেশ্যে ‍যুগোপযোগী শিক্ষার মানদণ্ড এবং কর্মমুখী শিক্ষা গবেষণা এবং নিরক্ষণ পদ্ধতির ওপর একটি প্রশিক্ষণ সভায় প্রবন্ধ উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি