ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা স্কুল অব ইকনোমিকসের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাবের নতুন কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ১১ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৬:৪১, ১১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আগামী এক বছরের জন্য নতুন কমিটি দিল ঢাকা স্কুল অব ইকনোমিকসের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব। রোববার (১১ ডিসেম্বর) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ জামাল হোসেনকে সভাপতি এবং মোহাম্মদ ফউজুল আলম সিদ্দিকিকে এবং রোকসানা আক্তারকে ভাইস প্রেসিডেন্ট করে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জিশান রহমান, কোষাধ্যক্ষ সামিরা বিনতে সাইফ, যুগ্ম সচিব হিসেবে রয়েছেন মাহে আলম সরওয়ার, প্রচার সম্পাদক মোহাম্মদ ফরহাদুল ইসলাম ভূঁইয়া। ক্লাবের নতুন এই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শামিম আহমেদ, শরাফাত হোসাইন, শিল্পী রানী দত্ত, মোহাম্মদ আব্দুস সালাম, পরিমল সাহা, জাকির হোসেন এবং সান্তুনু দত্ত। নতুন এই কমিটি কার্যকর হবে ১২ই ডিসেম্বর থেকে। 

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন এই কমিটিকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের সমন্বয়ক এবং অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী, Post Doctorate, আইটি বিশেষজ্ঞ-উদ্যোক্তা অর্থনীতি ক্লাবের মডারেটর রেহেনা পারভিন এবং ক্লাব কনভেনর ড. সারা তাসনিম। অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী আশা প্রকাশ করেন যে নতুন কমিটি সকলের কাছে পরিচিত উদ্যোক্তামূলক শিক্ষা তৈরি করবে এবং বিজ্ঞানের স্তর হবে জ্ঞান ভিত্তিক এবং সৃজনশীল এবং সামাজিক উন্নয়নের জন্য উদ্ভাবনী। 

অধ্যাপক আলী আরও যুক্তি দেন যে বৃহত্তর শিক্ষাগত প্রচারের জন্য দেশের ধনী অংশের ঢাকা স্কুল অফ ইকোনমিক্সের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা উচিত- অর্থনৈতিক ইনকিউবেটর স্থাপনে সহায়তা করার জন্য যা  পাঠ্যক্রমের অংশ, উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের স্নাতক থেকে শুরু করে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে স্নাতকোত্তর ডিপলমা এবং সে সাথে মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতি কর্মসূচির জন্য নতুন কমিটি সক্রিয়ভাবে কাজ করবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি