ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা স্কুল অব ইকোনমিক্সের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ১৩ মার্চ ২০২৩ | আপডেট: ১৬:২১, ১৩ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের মাস্টার অব ইকোনমিকস (উদ্যোক্তা অর্থনীতি) এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের শিক্ষার্থীদের নিয়ে নরসিংদীর শিল্প পরিদর্শন সম্পন্ন হয়েছে। 

তারা তাঁত কারখানা, জামাদানি পল্লী, সুতার ফ্যাক্টরি, বুটিক পল্লী পরিদর্শন করেন। এসময় ছাত্ররা গ্রামের দরিদ্র মানুষের মধ্যে ক্ষুদ্রঋণের কার্যকারিতা মূল্যায়ন করার চেষ্টা করেন। 

উদ্যোক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে গ্রামাঞ্চলে নারীর ক্ষমতায়ন অনেকাংশে বেড়েছে। 

অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব আলী বলেন, ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের কাছ থেকে শিক্ষার্থীদের উদ্যোক্তা হবার মনোভাব তৈরি করতে হবে। গ্রামীণ এলাকার বর্তমান সরকারের ভালো মনোবিশ্লেষণের কারণে গ্রামাঞ্চলে দরিদ্র নারীরা ন্যায্যমূল্য পাচ্ছেন।

শিক্ষার্থীরা নরসিংদীর পাইকারি বাজার এবং ঢাকা শহরের নিউমার্কেটের দামের মধ্যে সরবরাহ ব্যবস্থার সঙ্গে মূল্যায়ন করার চেষ্টা করেন।

তারা যুক্তি দেন যে, এনজিও গত ২৫ বছর ধরে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

ম্যাক্রো অর্থনীতিবিদ অধ্যাপক মুহম্মদ মাহবুব আলী ছাড়ার দলের অন্য সদস্যরা হলেন সহকারী অধ্যাপক রেহানা পারভিন, সহকারী অধ্যাপক ড. সারা তাসনিম এবং প্রভাষক শামিম আহমেদ।

শিক্ষার্থীরা ভাই গিরিশচন্দ্রের পৈতৃক বাড়িতে গিয়ে সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কেও জানেন। 

ফিল্ড ট্রিপে অংশগ্রহণকারীর মোট সংখ্যা ছিল ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের বিভিন্ন ব্যাচের ৮০ জন শিক্ষার্থী। শিক্ষার্থীরা এন্ট্রাপ্রেনারশিপ বা ইন্ট্রাপ্রেনারশিপ হওয়ার জন্য এই ধরনের অনুশীলনের জন্য প্রশংসা করেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি