ঢাকার এখানে ওখানে গভীর রাতে বৈঠক চলছে : কাদের
প্রকাশিত : ১৩:৫১, ১৯ জুন ২০১৮ | আপডেট: ১৫:৫৬, ১৯ জুন ২০১৮
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র ধোপে টিকবে-এমন হুঁশিয়ারি উচ্চারন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে ঢাকার এখানে ওখানে গভীর রাতে বৈঠক চলছে। তারা (বিএনপি) মনে করছে, আমরা জানি না। সব খবরই আমাদের কাছে আছে। তবে এবার কোনো ষড়যন্ত্র টিকবে না। দেশের জনগণ প্রতিহত করবে। জনগণ আমাদের সঙ্গে আছে।
আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচনে বিএনপির অংশ না নেওয়াটা তো আওয়ামী লীগের দোষ নয়। তারা (বিএনপি) নিজেরা সবকিছু উপেক্ষা করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তাঁরা নির্বাচন থেকে সরে গেলেও আমরা তো দেশের সাংবিধানিক ধারাকে জলাঞ্জলি দিতে পারি না।
সভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দিপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা।
/ এআর /
আরও পড়ুন