ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ঢাকার পথে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ডোজ টিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৯, ২ অক্টোবর ২০২১

অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা দেশে আসছে। শনিবার (২ অক্টোবর) বিকাল ৫টায় টিকা বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে এই টিকা আনা হচ্ছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ভ্যাকসিন গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এগুলো অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। এর মধ্যে এ পর্যন্ত ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা দেওয়া হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি