ঢাকার `মার্চ ফর গাজা` সমাবেশে জনসমুদ্রের খবর ইসরাইলি গণমাধ্যমে
প্রকাশিত : ০০:১২, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ০০:৩০, ১৩ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আক্রমণ ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকার বিক্ষোভ সমাবেশ নিয়ে খবর প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে ‘দ্যা টাইমস অব ইসরায়েল’ পত্রিকায় এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। প্রতিবেদনে বিক্ষোভ-প্রতিবাদের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
টাইমস অব ইসরাইল ওই প্রতিবেদনে জানিয়েছে, গাজায় ইসরাইলের হামলার নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে বিক্ষোভ র্যালি করেছেন হাজার হাজার বিক্ষোভকারী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হয়। শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীদের অনেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি ইসরাইলকে সহায়তার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে (জুতা দিয়ে) দিয়ে আঘাত করে।
আরও বলা হয়, র্যালিতে তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক ফিলিস্তিনিদের প্রতীকী লাশ নিয়ে আসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইসলামপন্থি দলগুলো এই সমাবেশের সাথে সংহতি প্রকাশ করে।
১৭ কোটি জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ ইসরাইলের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক রাখে না এবং এটি আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিনকে সমর্থন করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এমবি//
আরও পড়ুন