ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ঢাকাসহ সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ‘পরিবর্তন চাই’ নামের সংগঠন

প্রকাশিত : ১৯:৩৮, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:২৭, ৬ ফেব্রুয়ারি ২০১৬

রাস্তা-ঘাট, শপিংমল, পার্ক এবং বিনোদন কেন্দ্র গুলো আবর্জনা মুক্ত রাখতে ঢাকাসহ সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ‘পরিবর্তন চাই’ নামে একটি বেসরকারী সংগঠন। অ্যাকশেন এইডের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আবর্জনা মুক্ত দেশ গড়ার এ অভিযানে অংশ নেন। অংশ গ্রহন কারীদের অনুপ্রাণতি করতে উপস্থিত ছিলেন শিল্পী ও কলাকুশলীরা। want to changeদেশকে পরিস্কার করি’ এই শিরেনামে শনিবার সকালে রাজধানী ধানমন্ডির রবীন্দ্র শরবর থেকে পরিস্কার পরিচ্ছন্নতার এই অভিযান শুরু হয়। এতে নতুন প্রজন্মের শতাধীক শিক্ষার্থী অংশ নেন। ময়লা-আর্বজনা ফেলার ক্ষেত্রে সমাজের সাবইকে সচেতন করতেই তাদের এই প্রয়াস। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম শনিবার সারাদেশে পরিচ্ছন্নতার এ আয়োজন করে আসছে এই সংগঠনটি। ২০১৬ সালের মধ্যেই ঢাকার রাস্তা এবং ফুটপাত গুলো আর্বজনা মুক্ত করার কার্যক্রম শুরুর হয়েছে বলে জানান, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের এই কর্মকর্তা। দেশ ব্যাপি আবর্জনা পরিস্কারের অসম্ভব এ কাজকে সম্ভব করতে, রবীন্দ্র শরবরে উপস্থিত হয়ে ছিলেন নায়ক অনন্ত জলিল। একই সাথে সরাদেশের বিভিন্ন স্থানে এই পবিচ্ছন্নতা অভিযান চলে এক যুগে। এসময় রাস্তা ঘাটে যারা ময়লা আবর্জনা ফেলবেন তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি