ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ১ নভেম্বর ২০২৪

রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। 

শুক্রবার (১ নভেম্বর) সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের ৭২ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 
 
এতে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ঘণ্টার পূর্বাভাসে  বলা হয়েছে, রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার ( ২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ঘণ্টার পূর্বাভাসে  বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

রোববার ( ২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ঘণ্টার পূর্বাভাসে  বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
 
এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত শ্রীমঙ্গলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ১৭ মিলিমিটার। এ সময় নওগাঁর বদলগাছী, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কক্সবাজারের টেকনাফে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি