ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের কমিটি গঠিত
প্রকাশিত : ২১:০৬, ৯ নভেম্বর ২০১৭ | আপডেট: ২১:৫৮, ৯ নভেম্বর ২০১৭
রাজধানী ঢাকায় কর্মরত গাজীপুর জেলার সাংবাদিকদের নিয়ে ‘গাজীপুর সাংবাদিক ফোরাম’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় এ কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে চ্যানেল টোয়েন্টিফোরের ফয়সাল আলমকে আহ্বায়ক ও দৈনিক দিনকালের রাশেদুল হককে সদস্য সচিব করে নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- শেখ মঞ্জুর বারী মঞ্জু (দৈনিক উন্নয়ন বার্তা), আনিছুর রহমান তপন (দৈনিক আমাদের অর্থনীতি), মাসুদ আলম (দৈনিক আমাদের অর্থনীতি), কামরুন্নাহার (ফিন্যন্সিয়াল এক্সপ্রেস), সোহেল মামুন (ঢাকা ট্রিবিউন), এস এম নূর মোহাম্মদ (দৈনিক আমাদের অর্থনীতি) ও সাইফুল ইসলাম (সরাসরি)।
আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন-সিনিয়র সাংবাদিক শেখ মঞ্জুর বারী মঞ্জু।
টিকে